• শিরোনাম

    নাজিরপুরে মহাসড়কে খড় শুকানে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা

     শফিকুল ইসলাম; বিশেষ প্রতিনিধিঃ সোমবার, ১৬ মে ২০২২

    নাজিরপুরে মহাসড়কে খড় শুকানে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা

    apps

    পিরোজপুরের নাজিরপুর টু গোপালগঞ্জ মহা সড়কের দুই পাশে ধান মাড়াই করা, খড় শুকানোর কাজে রাস্তা ব্যবহার করায় মারাত্বক দূর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিদিন হাজার হাজার পরিবহন বাস, মালবাহী ট্রাক, ইজিবাইক, মটরসাইকেল থ্রিহুইলার, ভ্যান-রিক্সা চলাচল করে এ মহাসড়কে। রাস্তার দুপাশে ধান রাখা এবং মাড়াই করা ও খড় কুটা শুকানোর জন্য বিপাকে সাধারণ মানুষ এবং গাড়ি চালকরা, রাস্তার দুপাশ আটকিয়ে রাখার ফলে গাড়ি ওভারট্রাকিং করাকালে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। স্থানীয় সচেতন মহল ও গাড়ির ড্রাইভারদের অভিযোগ এভাবে হাইওয়ে রাস্তা আটকিয়ে রাখলে যে কোন সময় বড় দূর্ঘটনার স্বীকার হয়ে মানুষের প্রানহানী হতে পারে। গত ১৪ মে ফরিদপুরের কাশিয়ানিতে এধরনের দূর্ঘটনা ঘটে অনেকের প্রানহানী হয়েছে। তাই বড় কোন দূরাঘটনা ঘটার আগে প্রশাসনের সুদৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন। নাজিরপুর সদর ইউনিয়নের রুহিতলাবুনিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর এর সঙ্গে কথা হলে তিনি বলেন ধানে কারেন্ট পোকায় প্রচুর পরিমানে আক্রমন করেছে এবং বৃষ্টিতে ধানের প্রচুর ক্ষতি হয়েছে দ্রুত ধান তুলতে বাধ্য হয়ে আমরা রাস্তা ব্যবহার করেছি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবাদুল্লাহ সাদীদ জানান,বিষয়টি আমি অবগত, ইতোমধ্যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছি। তাদের মাধ্যমে দ্রæততার সাথে কৃষকদের সচেতন করে কার্যকারী ব্যবস্থা গ্রহন করা হবে। শফিকুল ইসলাম

    বাংলাদেশ সময়: ২:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ