• শিরোনাম

    নাজিরপুরে প্রাইভেটকার ও ট্রাক সহ ৩ অপহরনকারী আটক

    শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ সোমবার, ১৬ মে ২০২২

    নাজিরপুরে প্রাইভেটকার ও ট্রাক সহ ৩ অপহরনকারী আটক

    নাজিরপুরে প্রাইভেটকার ও ট্রাক সহ ৩ অপহরনকারী আটক

    apps

    পিরোজপুরের নাজিরপুরে লোহার চোরাই কাঁচা মালের ট্রাক ও মাইক্রোবাস সহ ৩ অপহরকারীকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। রবিবার (১৫ মে) সকাল ১১ টায় নাজিরপুর উপজেলাধীন রাবেয়া ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মিঠুন মজুমদার জানান, তেলের পাম্পের সামনে আমরা একটা প্রাইভেটকারের ভিতরে একজন লোককে গামছা দিয়ে চোঁখ-মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই পরে আমাদের সন্ধেহ হলে আমরা ওই মাইক্রোবাসটিকে ঘিরে রাখি এবং রাবেয়া ফিলিং স্টেশনের ভিতরে একটি মালবাহী লোড ট্রাক দেখতে পেয়ে নাজিরপুর থানায় খবর দেই। পরবর্তীতে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই মাইক্রোবাসটিকে আটক করে এবং জানতে পারি ওই মালবাহী ট্রাকের হেলপারকে ওই মাইক্রোবাসের ভিতরে গামছা দিয়ে মুখ বেঁধে রেখেছিল অপহরকারীরা। এ বিষয়ে নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ ইয়াসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পটুয়াখালী থানার বাহাদুরপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মোঃ মোয়াজ্জেম মোল্লার ছেলে মানিক (২০) (ট্রাকের হেলপার) কে উদ্ধার করি এবং ৩ অপহরকারীকে হেফাজতে নেই এবং বাকী ট্রাক ড্রাইভার সহ আরো দুজন দৌড়ে পালিয়ে যায়। আমরা (ঢাকা মেট্রো গ ১২-৫৩৬৯) নং একটি প্রাইভেটকার ও (ঢাকা মেট্রো ট ২০-৪৬৫১)নং একটি মালবাহী ট্রাক আটক করি এবং ট্রাকের ভিতরে ছিল সিরামিকসের কাঁচা মাল যাহা সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ক্রয় বিক্রয় করা হয়। আপহরকারীরা হল পিরোজপুরের কুমারখালী গ্রামের আনোয়ার সিকদার এর ছেলে মোঃ সাহেদ (৩৬), আরাফাত শেখ ছেলে মোঃ আরমান (২২), এবং পিরোজপুরের শারিকতলা ইউনিয়নের মুজিবুর রহমান হাওলাদারের ছেলে সোহেল শেখ (৩০) মাইক্রো ড্রাইভার। তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করিতেছি মালের আসল মালিককে এখনও শনাক্ত করা হয় নাই তদন্ত প্রকৃয়াধীন তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানান হবে। থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার যুম্মা ব্রিজ নামক স্থান থেকে ট্রাকটি লোড হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে ফরিদপুর বাইপাস নামক স্থান থেকে ট্রাকের গতিরোধ করে ২ অপহরকারী ট্রাকের হেলপারকে চোখ বেধেঁ প্রাইভেটে তুলে নেয় এবং অপর ২ অপহরনকারী ট্রাকে উঠে ড্রাইভারকে জিম্মি রেখে প্রাইভেট ফলো করে ট্রাক চালাতে বলে। নাজিরপুরে রাবেয়া ফিলিং স্টেশনে এসে ট্রাক রেখে প্রাইভেটে থাকা অপহরনকারীরা চা খেতে নামলে স্থানীয় মারুফ ও মিঠু প্রাইভেটে থাকা চোঁখ-মুখ বাধাঁ অবস্থায় ট্রাকের হেলপারকে দেখে সন্দেহ হলে থানায় খবর দিলে থানা পুলিশ ৩ অপহরনকারীকে আটক করে এবং অপর ২ অপহরনকারী ট্রাক ড্রাইভারকে নিয়ে পালিয়ে যায়।

    বাংলাদেশ সময়: ১:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ