• শিরোনাম

    না‌জিরপু‌রে জমকালো আয়োজনে শারদীয় দুর্গোৎসব পা‌লিত

    শফিকুল ইসলাম;বিশেষ প্রতি‌নি‌ধিঃ সোমবার, ০৩ অক্টোবর ২০২২

    না‌জিরপু‌রে জমকালো আয়োজনে শারদীয় দুর্গোৎসব পা‌লিত

    apps

    পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে প্রশাসনিক নিরাপত্তা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পা‌লিত হ‌চ্ছে। উপ‌জেলার বিভিন্ন ম‌ন্দি‌রে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পা‌লিত হ‌চ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। আর এ উৎসবের আনন্দে মেতেছে সনাতন ধর্মালম্বী ছাড়াও বি‌ভিন্ন ধ‌র্মের মানুষ। এ বছর বাংলাদেশ পূজা পরিষদ দেবীর আরাধনা করছে পঞ্জিকার তীথি অনুযায়ী। তাদের পূজা শুরু হয়েছে গত ১লা অক্টোবর থেকে এবং শেষ হবে আগামী ৫ অক্টোবর। সনাতন ধর্মাবলস্বী‌দের মা দুর্গার আগমনের প্রতীক্ষা হলো সারা। ভুবনজুড়ে খুশির আমেজ আর আনন্দ। ভালোবাসা আর বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে উপ‌জেলার মন্দির গুলোতে আয়োজন করছে শারদীয় দুর্গোৎসব। বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হয়েছে পূজা মন্ডপ। বিভিন্ন বয়সের নারী-পুরুষের পদচারণায় মুখরিত পূজা মন্ডপগুলো। নানামাত্রিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবে চলছে দেবী দুর্গার আরাধনা। আলোক উজ্জ্বল আর সূক্ষ্ম ছোঁয়ায় সাজানো হয়েছে পূজামণ্ডপগুলো। উপ‌জেলায় ঘু‌রে দেখা যায়,পূজা মন্ডপগুলোতে থানা পুলিশের পক্ষ থেকে থাকছে নিরাপত্তা ব্যবস্থা। পোশাকধারী পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। এ বছর বাড়ানো হয়েছে টহল পুলিশের টিমও। ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় এখন পর্যন্ত উপজেলার কোথাও কোন স‌হিংসতার খবর পাওয়া যায়নি। জানা যায় উপজেলায় ১৩৩ টি পূজা মন্ডপে পালিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তিমির হালদার তুহিন জানান, এ উপজেলায় মোট ১৩৩ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকারি অনুদান পে‌য়ে‌ছে ১৩২ টি মণ্ডপে। একটি মণ্ডপে সরকারি অনুদান না পাওয়ার কারণ হিসেবে তিনি জানান, অনুদানের তালিকা নেওয়া হয় দুই মাস পূর্বে তাই তালিকা দেওয়ার পরবর্তীতে একটি পূজা মন্ডপ বেড়েছে এবং প্রতিটি মণ্ডপে সরকারি অনুদান হিসেবে ৫০০ কেজি চাল দেওয়া হয়। আমরা শা‌ন্তিপূর্নভা‌বেই পূজা উৎসব পালন কর‌ছি।

    বাংলাদেশ সময়: ৮:৪০ অপরাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ