• শিরোনাম

    নাজিরপুরে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা

     শফিকুল ইসলাম; বিশেষ প্রতিনিধিঃ রবিবার, ০৭ আগস্ট ২০২২

    নাজিরপুরে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা

    apps

    পিরোজপুরের নাজিরপুরে এ বছর কাঙ্খিত বৃষ্টি না হলে ও মাঠে মাঠে এখন পুরোদমে শুরু হয়েছে আমন চাষ। আমাবশ্যার জোয়ারের পানিতে কোন কৃষক জমি চাষ করছেন আবার কেউ বা আমন চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার রামনগর গ্রামের কৃষক শাহাবুদ্দীন জানান,যদি প্রাকৃৃতিক দুর্যোগ না হয় তা হলে এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেধে দেয়া আমন ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা পার হয়ে যাবে এবং বোরোর ক্ষতি পুষিয়ে নিতে পারবো। শ্রীরামকাঠী ইউনিয়নের কৃষক সুজিত মিস্ত্রি জানান, আমাদের উপজেলায় এ মৌসুমে হাই ব্রিড ১১-১২, উচ্চ ফলশীল ব্রি-ধান ৫২-৭৩-৩৩-৮৯ ও বিনা ধান-১৭ সহ অনেক জাতের ধান রোপণ করা হচ্ছে। এ জাত গুলোতে বিঘা প্রতি গড় উৎপাদন ১৩ থেকে ১৪ মণ । এ জাতের ধান আগাম চাষ হয়ে থাকে। উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা জানান,এবার ৬ হাজার ৭ শত ৭৫ হেক্টর জমিতে আমন চাষ করা হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ১ শত মেট্রিক টনের অধিক। এ পর্যন্ত কৃষক ৪০ শতাংশ জমিতে আমন রোপণ করেছে। বৃষ্টিপাত কম হওয়ায় আমন ধানের চারা রোপন করতে দেরী হচ্ছে । বৃষ্টিপাত যদি দ্রুত হয় তাহলে চাষি উপকৃত হবে।

    বাংলাদেশ সময়: ৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৭ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ