• শিরোনাম

    নরসিংদীর পলাশে নিজ বসতবাড়ির উঠানে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় জেলের গলাকাটা লাশ উদ্ধার

     নরসিংদী জেলা প্রতিনিধি : শনিবার, ০১ অক্টোবর ২০২২

    apps

    পলাশে ঘর থেকে এনে মনির হোসেন (৪২) নামে এক জেলেকে তার নিজ বাড়ির সামনে গলা কেটে হত্যা করে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উঠানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামে নিহতের নিজ বসতবাড়ির উঠান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মনির হোসেন নরসিংহারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে মনির হোসেনের মোবাইল ফোনে একটি কল এলে তিনি তাড়াহুড়া করে বাইরে বের হওয়ার উদ্যোগ নেন। এ সয়য় তার স্ত্রী কোহিনুর বেগম তাকে বাধা দেন ও শার্ট কেড়ে নেন। কিন্তু মনির বাধা উপেক্ষা করে স্ত্রীর ওড়না শরীরে জড়িয়েই বের হয়ে যান। পরে রাতে আর বাড়ি ফেরেননি। ভোরে মনির হোসেনের বাবা জামাল উদ্দিন ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হন। তখন বাড়ির উঠানে মনিরের হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মনির হোসেনসহ কয়েকজন নদীতে মাছ ধরার কাজ করতেন এবং পাশাপাশি অবসর সময়ে বিভিন্ন ইটাখলায় মাটিকাটার কাজও করতেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, রাতে ফোনে ডেকে নিয়ে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করছে। আমরা হত্যার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে কাজ শুরু করেছি। খুব দ্রুতই প্রকৃত ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হবো।

    বাংলাদেশ সময়: ১১:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ