শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় নরসিংদী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী।
এর আগে গত ২৪ নভেম্বর নরসিংদী জেলা স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১১ দিনব্যাপী মোট ২১টি সেশনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় এবং ১২তম দিনে প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। বালকদের এই ফুটবল প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পুরস্কার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া ক্লাব ও একাডেমির সদস্য, ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ৬:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।