
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
‘বাবুর হাট বাঁচাও, মাধবদী বাচাঁও’ বাবুরহাটকে বাদ দিয়ে বাইপাস সড়ক মানি না’। এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী মাধবদীতে মানববন্ধন করেছে ব্যাবসায়ী, রাজনিতিক, শিক্ষার্থীসহ স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মূল মহাসড়ক বাদ দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করায় প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ঢাকা-সিলেট মাহাসড়ক ৬ লেন উন্নতিকরণ বাইপাস সড়ক বাদ দিয়ে বর্তমান মাধবদী দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ৬ লেন রাস্তার উন্নতিকরনের দাবী জানানো হয়। দাবী মানা না হলে দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ হরতালের ঘোষনা করা হবে বলেও হুশিয়ারী প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে মাধবদী বাবুরহাটের পাশ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ করা হয়েছে। অদ্যবদি এই সড়ক দিয়ে সিলেটসহ দেশের বিভিন্নস্থানে যানবাহন চলাচল করছে। সম্প্রতি মাধবদী বাবুরহাট এর পাশ দিয়ে চলাচলরত ঢাকা-সিলেট রোড বাদ দিয়ে ভিন্ন পথ তৈরি করছে।
এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের সবচেয়ে বড় পাইকারী কাপড়ের বাজার বাবুরহাট। ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। আর্থিক খাতে ক্ষতি হবে হাজার হাজার কোটি টাকা। ফলে দেশের অর্থনিতিতে বিরুপ প্রভাব পড়বে। তাই বর্তমান মহাসড়ক ঠিক রেখে ৬ লেনে উন্নিতকরনের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও মাধবদী বাবুর হাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেহ চৌধুরী। মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, মফিজুল ইসলাম, আব্দুল বাতেন শাহীন, হাবিবুর রহমান হাবিব, জোবায়ের নকিক প্রমূখ।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।