• শিরোনাম

    নরসিংদীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল ক্যাম্পের সমাপনী

    অনলাইন ডেস্ক বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২

    নরসিংদীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল ক্যাম্পের সমাপনী

    apps
    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
    নরসিংদী জেলায় শেষ হলো পাঁচ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী, সনদ বিতরণী ও ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) ২০২২ তৃণমূল পর্যায়ে বাছাইয়ের  ক্যাম্প। আজ সকাল ১০টায় মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিজানুর রহমান, সভাপতি, জেলা ফুটবল এসোসিয়েশন, নরসিংদী।
    ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করে নরসিংদী জেলা ক্রীড়া অফিস। সার্বিক সহযোগিতা করে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা। নরসিংদী জেলার ৬টি উপজেলা থেকে বাছাইকৃত প্রতিভাবান ২৪ জন বালক এই ক্যাম্পে অংশ নেয়। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন নরসিংদী  জেলার ফুটবল কোচ কামাল। ৫ দিনের প্রশিক্ষণ শেষে প্রতিভাবান ৬জন খেলোয়াড় বাছাই করা হয়। প্রতিভাবান এই  খেলোয়াড়দের মধ্যে থেকে ৩জন ঢাকা বিভাগীয় পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২২ এর বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ পাবে। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু।

    বাংলাদেশ সময়: ৫:২৫ অপরাহ্ণ | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ