বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নরসিংদীর রায়পুরায় গুলিবিদ্ধ ইউপি সদস্য

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

নরসিংদীর রায়পুরায় গুলিবিদ্ধ ইউপি সদস্য

নরসিংদীর রায়পুরায় কাজল মিয়া নামে এক ইউপি সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এদিকে, ইউপি সদস্যের ওপর গুলি চালানোর ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে তার অনুসারী সমর্থকরা। এতে সকল প্রকারে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছায় রায়পুরা থানার পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। এ সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকটিতে দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইউপি সদস্যের ওপর গুলি চালানোর সংবাদ ছড়িয়ে পড়লে তার স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমান। ওই সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কী কারণে ইউপি মেম্বারের ওপর গুলি করা হয়েছে তার কোন তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৯:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins