• শিরোনাম

    নব-নির্বাচিত ইউনিট কমিটির পরিচিত সভা ও শপথ বাক্য পাঠ, আয়োজনে- ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ।

    স্টাফ রিপোর্টার সোমবার, ১১ এপ্রিল ২০২২

    নব-নির্বাচিত ইউনিট কমিটির পরিচিত সভা ও শপথ বাক্য পাঠ, আয়োজনে- ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ।

    নব-নির্বাচিত ইউনিট কমিটির পরিচিত সভা ও শপথ বাক্য পাঠ, আয়োজনে- ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ।

    apps

    নারগিস পারভীনঃ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতি আস্থা রেখে তৃনমুলে দলকে শক্তি শালী করার লক্ষ্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যাগে প্রথম ঐতিহাসিক ইউনিট কমিটি গঠন করা হয় সম্মেলনের মাধ্যমে। শনিবার (০৯-০৪-২২ইং) সকাল ১০ ঘটিকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেখ বজলুর রহমান এর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এর পরিচালনায় উক্ত নব-নির্বাচিত ৮০২ ইউনিট কমিটির পরিচিতি সভা ও শপথ বাক্য পাঠ করানোর অনুষ্ঠান সম্পূর্ন হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক জনপথ ও সেতু মন্ত্রলালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব কুমার বড়ুয়া , বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খাঁন এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক সহ নগর নেতা ও থানা,ওয়ার্ড, ইউনিটের নেতৃবৃন্দ। বাঙালি জাতির মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নেতৃত্বে একদিন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন বাংলাদেশের রচনা করেছিলেন। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে যেমন সুসংগঠিত করেছিল বাঙালি জাতিকে, মূল্য দিয়ে ছিল তৃণমূলের নেতা কর্মীদের আজ সেই আদর্শের মূল্যায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূল আওয়ামী লীগে বঙ্গবন্ধু সৈনিকদের উজ্জীবিত করে তাঁদের যোগ্য সম্মানে ভূষিত করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ইতি মধ্যে আপনারা দেখেছেন কোভিট-১৯ এর সংকটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, থানা, ওয়ার্ডের নেতা কর্মীরা মৃত্যু ভয়কে উপেক্ষা করে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। সেখানে বিএনপি যড়যন্ত্র করছে,কিভাবে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আর তারা ক্ষমতায় যাবে। বিএনপির সেই স্বপ্ন পূরন হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারন মানুষের সেবার দল,অধিকার আদায়ের দল, গনতন্ত্র রক্ষা করার দল। তাই বঙ্গবন্ধুর আদর্শেকে বুকে ধারন করে দল করতে হবে, বিতর্কিত হওয়া যাবে না দলকে। বঙ্গবন্ধুর চেয়েছিল অর্থনৈতিক মুক্তি, স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গঠনের। আজ সেই লক্ষ্য পূরণের জন্য নিরালশ কাজ করে যাচ্ছেন বঙ্গতনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁরই হাতকে শক্তিশালী ও বেগমান করতে এবং সকল ষড়যন্ত্রের মোকাবেলায় শিকরে মুজিব আদর্শে উজ্জীবীত প্রতিটা ইউনিট আজ পূর্নতা পেল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বলিষ্ট নেতৃত্বে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে, মুজিব আদর্শে রাজপথের অতন্ত্র প্রহরী তৈরি করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ইতিমধ্যে ৬৮ টি ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৮০২ টি ইউনিট সম্মেলন সুসম্পন্ন হয়েছে এবং ৯০ ভাগ তা অনুমোদন পেয়েছে। এতে ৬৭৪ জন নেতা তৈরি হয়েছে এবং আগামীতে ৬৪ টি ওয়ার্ডে প্রায় ৪৪১৬ জন ও থানা কমিটিতে ১৮৪৬ জন নেতা তৈরি করার প্রস্তুতি গ্রহণ করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। কালের সাক্ষী বহন করবে রাজনৈতিক অঙ্গনে প্রথম সম্মেলনের মাধ্যমে ইউনিট কমিটি গঠন করা এবং সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচিত সভা ও শপথ বাক্য পাঠে সফল ঢাকা মহানগর উত্তর আওয়ামী। ইউনিটে মুজিব সেনা চিরন্তর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এটাই হোক প্রত্যয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য রাখেন অতিথি বৃন্দরা।

    বাংলাদেশ সময়: ১২:২৬ অপরাহ্ণ | সোমবার, ১১ এপ্রিল ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ