• শিরোনাম

    নবীনগরে ১৩টি ইউপির সংরক্ষিত ও সাধারন আসনে নির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ

    মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

    নবীনগরে ১৩টি ইউপির সংরক্ষিত ও সাধারন আসনে নির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ

    নবীনগরে ১৩টি ইউপির সংরক্ষিত ও সাধারন আসনে নির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ

    apps

    তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলায় অনুষ্ঠিত ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী সংরক্ষিত ও সাধারন আসনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এতে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল সিদ্দিক। এ সময় সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে নবীনগর উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে সংরক্ষিত আসনে ৩৯ জন এবং সাধারন আসনে ১১৭ জন সহ সর্বমোট ১৫৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার আজগর আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ওসি তদন্ত নুরে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা কামাল উদ্দিন সরকার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এছাড়াও উক্ত ১৩টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দরাও এসময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসময় সংরক্ষিত ও সাধারন আসনে নির্বাচিত সদস্যগণদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, গত ১১ই জানুয়ারি মঙ্গলবার বিকেলে উক্ত ১৩ টি ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

    বাংলাদেশ সময়: ১:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ