• শিরোনাম

    নবীনগরে ১০ দিনব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ

    মোঃ নিজাম উদ্দিন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

    নবীনগরে ১০ দিনব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ

    apps

    “শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সর্বত্রই আমরা”- এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ দিনব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ ও সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নবীনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মঞ্জুর হোসেন এর সভাপতিত্বে ও প্রশিক্ষক মুক্তা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমাড্যান্ট মোঃ আব্দুল্লাহ আল হাদী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোঃ ইব্রাহীম খলিল, জেলা সার্কেল অ্যাডজুটেন্ট মোঃ শাহাদাৎ হোসেন। এসময় উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক পাড়ভেজ খান, ইব্রাহিমপুর ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা মোঃ তানজিল আহমেদ, দলনেত্রী হেনা বেগম উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ মহিলা প্রশিক্ষণার্থী অংশ নেয়।

    বাংলাদেশ সময়: ১২:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ