• শিরোনাম

    নবীনগরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

    মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বুধবার, ২৭ অক্টোবর ২০২১

    নবীনগরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

    apps

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করে। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েএ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক কাউছার বেগম। তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ নাছিমা বেগম-এর পরিচালনায় উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘নবীনগর তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। সভায় শিক্ষা, বাল্যবিবাহ, নারী নির্যাতন বিষয়ে আলোচনা করেন বক্তারা। উঠান বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসার-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৈঠকে আলোচনার বিষয় থেকে নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বক্তব্য, নিজের প্রতিভার বিকাশ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প

    বাংলাদেশ সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ