• শিরোনাম

    নদীর বাঁধ নির্মাণ পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    রাশেদুল হক নয়ন বাঘা(রাজশাহী) প্রতিনিধি সোমবার, ০৯ মে ২০২২

    নদীর বাঁধ নির্মাণ পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    নদীর বাঁধ নির্মাণ পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    apps

    রাজশাহীর বাঘায় পদ্মা নদীর বাঁধ নির্মাণ কাজের পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি। সোমবার(৯মে)সকালে ১১টায় আলাইপুর নাপিতের মোড়ে এ প্রকল্পের নিমার্ণ কাজের পরিদর্শনে আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের হাজারো মানুষের স্বপ্ন ছিল নদীর বাঁধ নির্মাণ।সেই স্বপ্নই পূরণ হতে যাচ্ছে আলাইপুর বাসীর। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রধিকার ভিত্তিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি’র প্রচেষ্টায় পদ্মা নদীর বাম তীঁরের স্থাপনাসমূহ ভাঙন হতে রক্ষার জন্য ৭২২ কোটি ২৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়। প্রকল্প অনুমোদনের পর বাঘা উপজেলার মীরগঞ্জ ও গোকুলপুর এবং চারঘাট উপজেলার ইউসুফপুর ও রাওথা এলাকায় ৪.৩ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা কাজ, বাঘা উপজেলার আলাইপুর এলাকায় এক কিলোমিটার বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ৮০০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজ পুনর্বাসন, আলাইপুর থেকে চকরাজাপুর পর্যন্ত ১২.১ কিলোমিটার পদ্মা নদীর ড্রেজিং কাজ চলছে। নির্মাণ কাজের প্রদর্শন কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের উদ্দেশ্যে বলেন,এই বাঁধ নির্মাণ হচ্ছে আলাইপুর বাসীর হাজারো মানুষের স্বপ্ন এই কাজে অনিয়ম কখনোই মেনে নেওয়া হবে না । উক্ত নির্মাণ কাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রিফাত করিম, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ, প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস।বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা চামেলী,বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন সাজ,বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ শাদিক কবির,উপজেলা সৈনিকলীগ সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রহমান,যুগ্ন আহবায়ক সামিউল আলম নয়ন সরকার,রুবেল মন্ডল ইউপি সদস্য পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ,অত্র এলাকার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগন।

    বাংলাদেশ সময়: ৬:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ