• শিরোনাম

    নগরীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের মাঝে ১২ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ

     নিজস্ব প্রতিবেদক শুক্রবার, ১২ আগস্ট ২০২২

    নগরীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের মাঝে ১২ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ

    apps

    নগরীতে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের ১২ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৩ জন ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক এঁর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সানজিদা সুলতানা, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী ও দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। এসময় জেলা প্রশাসক আবদুল জলিল ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের কাছে জানতে চান, এই চেক পেতে কোন হয়রানি হতে হয়েছে কি না। উপস্থিত চেক গ্রহীতরা জানান, কোন ধরনের হয়রানি ছাড়াই তারা ক্ষতিপূরণের চেক পেয়েছেন। এ জন্য কাউকে কোন ঘুষ দিতে হয়নি। এছাড়াও কোন হয়রানি ছাড়াই দ্রুত সময়ের মধ্যে চেক পেয়েছেন বলেন জানান তারা। উপস্থিত সকলেই জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, রাজশাহীতে বিকেএসপি প্রতিষ্ঠান নির্মাণ, বাফার গুদাম নির্মাণ ও মহানগরীর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণের ৩৩ জন ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ৫:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ