• শিরোনাম

    দূষণের কবলে দাঁতভাঙ্গা নদী বিপর্যস্ত পরিবেশ

    শারমিন আক্তার বুধবার, ৩০ নভেম্বর ২০২২

    দূষণের কবলে দাঁতভাঙ্গা নদী বিপর্যস্ত পরিবেশ

    apps

    হাজরাবাড়ি পৌরসভার অন্তর্গত গীতিকার নজরুল ইসলাম বাবু সেতুর নিচ দিয়ে বয়ে চলা বিবর্ণ হয়ে পড়েছে দাঁতভাঙ্গা নদীর পানি। দূষণের কবলে পড়ে এ নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এখন কুচকুচে কালো আর দুর্গন্ধে নদী বা এর পাশ দিয়ে চলাচল দুরূহ হয়ে উঠেছে।উক্ত জায়গা দিয়ে চলাচলের সময় নাকে রুমাল চেপে রাখতে হয়।এখন এলাকাবাসীর দুঃখ নদীর পচা পানি। নদে এখন মাছ নেই। বেড়েছে মশার উপদ্রব, কমেছে ফসলের উৎপাদন। বাড়তে পারে রোগ-বালাই। পচা পানির গন্ধে পথচারী ও দর্শনার্থী মানুষের দুর্ভোগও বেড়েছে।সরজমিনে দেখা গেছে, গীতিকার নজরুল ইসলাম বাবু সেতুর পূর্ব পাশে অবস্থিত “দই হাট”নামক ব্যবসা প্রতিষ্ঠানের কারখানার অপরিশোধিত পানি পাইপের মাধ্যমে ফেলা হচ্ছে ।এসব পানি গড়িয়ে এসে কোনো রকম পরিশোধন ছাড়াই সরাসরি মিশছে দাঁতভাঙ্গা নদীতে। যার কারণে পানি দূষিত হয়ে পড়েছে।খোঁজ নিয়ে আরোও জানা গেছে, বর্ষা মৌসুমে জোয়ারের পানির প্রচণ্ড স্রোতের কারণে দূষিত ও বর্জ্য মিশ্রিত পানি সরে গিয়ে নদীর পানি কিছুটা স্বচ্ছ আকার ধারণ করে। কিন্তু শুষ্ক মৌসুমে নদীতে স্রোত কমে যায় এবং কারখানার অপরিশোধিত পানি এসে মিশে পানি দূষিত হয়। দিন দিন পানির রং কালচে থেকে আরো কালচে হচ্ছে। উক্ত বিষয়ে জানতে চাইলে দই হাটে’র দায়িত্ব রত ম্যানেজার রমজান আলী জানান, আমরা আমাদের জায়গায় পানি ফেলতেছি। ঢাকা বুড়িগঙ্গা নদীতে অনেক কারখানার পানি পড়ে দূষিত হয় সেখানে তো কিছু হয় না আর আপনি আসছেন এখানে। কেউ যদি অভিযোগ করে তাহলে এখানেই গর্ত খুঁড়ে আমাদের জায়গাতে পানি ফেলা হবে। “দই হাট ” নামক ব্যবসা প্রতিষ্ঠানের কারখানার অপরিশোধিত দূষিত পানি ফেলে নদী দূষণের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা জানান, অপরিশোধিত পানি নদীতে ফেলতে পারবেনা।

    বাংলাদেশ সময়: ১০:০৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ