• শিরোনাম

    দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    পিসি দাস, দিনাজপুর বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

    দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    apps

    ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’’

    এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে ৩রা মার্চ কোতয়ালী থানার উদ্যোগে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে ৭নং ওয়ার্ডের ২নং বিট পুলিশিং জন সাধারণকে নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন (পিপিএম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন প্রামানিক ইনচার্জ বালুবাড়ী পুলিশ ফাঁড়ি, আসাদুজ্জামান আসাদ ওসি (তদন্ত)। আরো উপস্থিত ছিলেন মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক বাবুল হোসেন সরকার ডালিম কুমার, শিক্ষক ফয়জুর রহমান ও সামসুন নাহার বেগম, সমাজসেবক ও ২নং বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সৈকত। প্রধান অতিথি মোজাফফর হোসেন (পিপিএম) বলেন, একটা দেশের উন্নয়নের পূর্ব শর্ত হলো আইন-শৃঙ্খলার উন্নয়ন। আইন-শৃঙ্খলার উন্নয়ন করতে গিয়ে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীরা যেন তাদের সমস্যার কথা পুলিশের কাছে সরাসরি খুলে বলতে পারেন তার জন্য প্রতিটি থানায় নারী ও শিশু ডেক্স খোলা হয়েছে। নির্যাতিতদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে। পুলিশ হচ্ছে প্রথম বিচারক, পুলিশ নিরলসভাবে কাজ করছেন নারী নির্যাতন রোধে। তিনি আরো বলেন, সবার কাছে অনুরোধ আপনার শিশুটি কোথায় যাচ্ছে, কার কাছে রেখে যাচ্ছেন তা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার সন্তান কার সঙ্গে মিশছে কোন বন্ধুদের সাথে চলছে তা দেখে রাখার দায়িত্ব আপনার। যে কোন ধরনের খারাপ পরিস্থিতি দেখলে অবশ্যই থানা পুলিশকে অবগত করবেন। সভাপতি মাসুদ রানা তার বক্তব্যে বলেন, প্রতিটি বাবা-মায়ের উচিত সন্তানের খেয়াল রাখা। আইনের শাসন বাস্তবায়নে প্রয়োজন সুশাসন সুশাসন নিশ্চিত করতে দরকার পুলিশ বাহিনীর সহযোগিতা।

    বাংলাদেশ সময়: ৬:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ