• শিরোনাম

    তিস্তা নদীর বাঁধ সুরক্ষা কাজে দলীয় নেতার প্রভাব।

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সোমবার, ০৩ মে ২০২১

    apps
    সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে তিস্তা নদীর বাঁধ সুরক্ষার কাজে দলীয় নেতা কর্মীরা প্রভাব খাটিয়ে বালুর সাব কন্ট্রাক নিয়েছে।গত ২ মে লালচামা হতে কছিমবাজার খেয়া ঘাট মুখী ৫শত কিমি নদীর ভাঙ্গ রোধে বালু ভর্তি বস্তা ফেলা হচ্ছে।দলীয় নেতা কর্মীরা দলের প্রভাব খাটিয়ে সাব কন্টাক নিয়েছে বলে তিস্তা পাড় বাসী জানান। নদী শাসন ও সুরক্ষার দায়িত্বে পানি উন্নয়ন বোর্ড,প্রকৌশলি, ঠিকাদারী প্রতিষ্ঠান সরকারী নিয়ম নীতিমালা অনুযায়ী কাজ করার কথা থাকলেও দলীয় প্রভাবে সাব-কন্ট্রাক দিতে হয়েছে বলে জাতীয় পার্টি মেলন প্রভেসর,আওয়ামী লীগের মন্জু (প্রক্তন ইউপি চেয়ারম্যান) এবং অন্যান্য অঙ্গ সংগঠন।ফলে কাজের গুনগতমানে সংসয় দেখা দিয়েছে বলে কাজে নিযুক্ত শ্রমিকদের কথায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।

    বাংলাদেশ সময়: ৭:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ