• শিরোনাম

    তাড়াশে চার ইউপিতে দুটিতে নৌকা, দুটিতে বিদ্রোহীর জয়

     টি এম এ হাসান , সিরাজগঞ্জ রবিবার, ০৯ জানুয়ারি ২০২২

    তাড়াশে চার ইউপিতে দুটিতে নৌকা, দুটিতে বিদ্রোহীর জয়

    apps

    পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দুটিতে নৌকার প্রার্থী ও দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাড়াশ নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার তালম নইউনিয়নে মো. আব্দুল খালেক ও মাগুড়াবিনোদ ইউনিয়নে মেহেদী হাসান ম্যাগনেট নৌকা প্রতীকে এবং সগুনা ইউনিয়নে জুলফিকার আলী ভুট্ট (আনারস) ও দেশীগ্রাম ইউনিয়নে জ্ঞানেন্দ্রনাথ বসাক (আনারস) স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ৩৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই তা শেষ হয়। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, তালম ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মো. আব্দুল খালেক আট হাজার ১৬০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন খানকে পরাজিত করে বিজয়ী হোন। মাগুড়া বিনোদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মেহেদী হাসান ম্যাগনেট ১১ হাজার ৯৪৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হোন। দেশীগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাক চেয়ারম্যান পদে আট হাজার ১২৪ ভোট পেয়ে নৌকার প্রার্থী মো. আব্দুল কুদ্দুসকে হারিয়ে বিজয়ী হোন। সগুনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. জুলফিকার আলী ভুট্ট চেয়ারম্যান পদে পাঁচ হাজার ১৮০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকার প্রার্থী মো. নজরুল ইসলাম চৌধুরীকে হারিয়ে বিজয়ী হোন। জ্ঞানেন্দ্রনাথ বসাক দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও জুলফিকার আলী ভুট্ট সগুনা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তারা বঞ্চিত হোন। পরবর্তীতে এ দুজন দলীয় পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া চারটি ইউনিয়ন পরিষদের এ নির্বাচনের মোট ১৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী এবং ১৪২ জন সাধারন সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বি করেন।

    বাংলাদেশ সময়: ১২:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ