• শিরোনাম

    তাড়াইলের সন্তান মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব দেলোয়ার হোসেন রিপন

     তাড়াইল(কিশোরগঞ্জ): সোমবার, ১১ অক্টোবর ২০২১

    তাড়াইলের সন্তান মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব দেলোয়ার হোসেন রিপন

    apps
     কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া গ্রামের মরহুম মুন্সি আবদুল মালেক এবং মরহুমা হারুননেছা দম্পতির সন্তান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। জানা গেছে,গত শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মুজিবুল হক চুন্নুকে নিজ স্বাক্ষরিত নিয়োগপত্র প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি ১৯৫৪ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহন করেন।তিনি ১৯৮৬ সালে চাকুরি ছেড়ে রাজনীতিতে আসেন এবং একই বছরে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হন ওই বছরেই তিনি কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি ১৯৮৮ সালে পুনরায় জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।এরপর ২০০৮ ও ২০১৩ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে মহাজোট থেকে লাঙ্গল প্রতিকে নির্বাচন করে জয়লাভ করেন। তিন বারের সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম এইচ এম এরশাদের ঘনিষ্ট সহচর মুজিবুল হক চুন্নু নিজ এলাকার জনপ্রিয় ব্যাক্তি এবং সারাদেশে মানুষের প্রিয়মুখ।তিনি নিজ এলাকায় রাস্তাঘাট,স্কুল-কলেজ,মসজিদ-মন্দির সহ ব্যাপক উন্নয়ন করেছেন। মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ পাওয়ায় এলাকায় জাতীয় পার্টিসহ সকল মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।

    বাংলাদেশ সময়: ১:০৬ অপরাহ্ণ | সোমবার, ১১ অক্টোবর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ