• শিরোনাম

    ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১ আহত ২০জন

    জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি ঃ বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১

    ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১ আহত ২০জন

    apps

    ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুমগ ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাদেরকে প্রথমে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় পরে তাদের কে যশোর ও ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
    ১০ ফেব্রæয়ারি বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
    প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
    কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
    তিনি জানান, যশোর থেকে একটি বাস কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয় পরে ঝিনাইদহ ও যশোর যাওয়ার পথে আরও ২জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।
    নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    বাংলাদেশ সময়: ৬:২৭ অপরাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ