• শিরোনাম

    জামালপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি :- শুক্রবার, ১৯ আগস্ট ২০২২

    জামালপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    apps

    ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকার কর্তৃক সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে জামালপুর পৌর আওয়ামী লীগ। বুধবার বিকেলে শহরের বকুলতলা থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ। বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, অ্যাড. আমান উল্লাহ আকাশ, আলহাজ্ব জিএসএম মিজানুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, উপ-প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, আজিজুর রহমান ডল, বিজন কুমার চন্দ, হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ মানুষ হাসিনা আকাশ, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা শ্রমিক লীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. রাসেদুল ইসলাম খোকন, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মাহবুব আনাম বাবলা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম পারুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, জেলা যুব মহিলালীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি সহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সহ সবস্তরের নেতা-কর্মী সমর্থকরা অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন ২০০৫ সালে ১৫ আগস্টে বিএনপি-জামাত জোট সরকার এর আমলে দেশকে অস্থিতিশীল করতে দেশব্যাপী এক যোগে সিরিজ বোমা হামলা করে বিএনপি-জামাত। সেই হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা আরো বলেন বিএনপি-জামাত দেশে যাতে আর কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং ২০০৫ সালের ১৫ আগস্টের মতো ঘটনা যাতে আর বাংলাদেশে পুনরাবৃত্তি না হয় সেই দিকে খেয়াল রাখা সহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

    বাংলাদেশ সময়: ৯:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ