• শিরোনাম

    চলনবিলের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক বেলা’র আলোচনা সভা অনুষ্ঠিত

    জামিল হোসেন, পাবনা বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

    চলনবিলের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক বেলা’র আলোচনা সভা অনুষ্ঠিত

    apps

    চলনবিলের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার (২১’সেপ্টেম্বর) বেলা ১১টায় পাবনা জেলার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সী (সিডা)’র সহযোগিতায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র প্রধান নির্বাহী এ্যাড. সৈয়দা রিজওয়ানা হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন চাটমোহর উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জামান। মুখ্য আলোচকের বক্তব্য দেন চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান। বক্তাগণ বলেন, চলনবিল শুধুমাত্র দেশীও প্রজাতির মৎস্য প্রজনন ও উৎপাদনের কেন্দ্র নয়। এর সাথে জড়িয়ে আছে অনেক মানুষের জীবন জীবিকা। এটি দেশের একটি ঐতিহ্যবাহী বিল। মৎস্য অভয়াশ্রমের সাথে জীববৈচিত্র সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্যতা রক্ষায় এ বিলের গুরুত্ব অপরিসীম। কাজেই এ বিল রক্ষায় সকলকে আন্তরিকতার সাথে কাজ করাসহ সোচ্চার হতে হবে। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে চলনবিলের প্রকৃত অবস্থা ও করণীয় শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন, বেলা রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। এ সময় চলনবিলের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় অংশ নেন গণ মাধ্যমকর্মি, সুধীজন, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, চলনবিল রক্ষা আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠান শেষে (বেলা)’র প্রধান নির্বাহী এ্যাড. সৈয়দা রিজওয়ানা হাসান চলনবিলসহ জীববৈচিত্র সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্যতা রক্ষায় সকল প্রকার আইনি সহায়তার আশ্বাস দেন। ১৯৯২ খ্রি. প্রতিষ্ঠিত বেলা দেশে প্রচলিত পরিবেশ-প্রতিবেশ বিষয়ক আইন সমুহের সুষ্ঠ বাস্তবায়ন হচ্ছে কিনা তার নজরদারি নিশ্চিত করে থাকে। সেই সাথে বেলা সমাজের সর্বস্তরে পরিবেশজনিত সুবিচার নিশ্চিত করাসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়ে থাকে। শুধু তাই নয় পরিবেশগত বিভিন্ন ইস্যু নিয়ে এবং তার সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগসুত্র স্থাপন ও সম্মিলিত প্রয়াস নিশ্চিত করতে বেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    বাংলাদেশ সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ