• শিরোনাম

    গাজীপুরের কালিয়াকৈরে কয়লা উৎপাদন করা ৫টি চুল্লি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

    জসিম উদ্দিন গাজীপুর: রবিবার, ০৪ এপ্রিল ২০২১

    গাজীপুরের কালিয়াকৈরে কয়লা উৎপাদন করা ৫টি চুল্লি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

    গাজীপুরের কালিয়াকৈরে কয়লা উৎপাদন করা ৫টি চুল্লি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

    apps

    শনিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে কালিয়াকৈরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা ৫টি চুল্লি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এসব চুল্লি ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গত ০৩/০৩/২০২১ ইং, শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমীন , গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, কালিয়াকৈর উপজেলার কুটবাড়ী ও জাঙ্গালিয়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল। কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা পরিবেশের জন্য ক্ষতিকর।

    অবৈধ কয়লা উৎপাদন চুল্লির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কয়লা ব্যবসায়িরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
    এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও কালিয়াকৈর বন বিভাগের বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ২:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ