• শিরোনাম

    গাইবান্ধায় সরকারি কাজে ব্যাপক ঘাপলা  টাকা কর্মকর্তার পকেটে দেখার  যেন  কেই নেই।

    একেএম নূরুল আমিন গাইবান্ধাঃ সোমবার, ০৯ মে ২০২২

    গাইবান্ধায় সরকারি কাজে ব্যাপক ঘাপলা  টাকা কর্মকর্তার পকেটে দেখার  যেন  কেই নেই।

    গাইবান্ধায় সরকারি কাজে ব্যাপক ঘাপলা  টাকা কর্মকর্তার পকেটে দেখার  যেন  কেই নেই।

    apps

    জানা যায় আনছার  ভিডিপি  সদর দপ্তরের  স্বারক নং -৪৪.০৩.০০০০.০২১.০১.০০১-২৩ তারিখ ১০/০১/২০২২ইং এর আলোকে  গাইবান্ধা জেলা ভিডিপি প্রশিক্ষন  কেন্দ্রের দেয়াল সংলগ্ন নিচু স্থানে মাটি ভরাট ও জেলা দপ্তরের  সংস্কার কাজের জন্য ২০২১-২০২২অর্থ বছরে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।বিধি অনুযায়ী একটি সমন্বয় কমিটির মাধ্যমে কাজ করতে হয়। সে লক্ষ্যে ৭/২/২০২২ ইং তারিখে জেলা কর্মকতা  রেজাউল ইসলাম স্বাক্ষরিত স্বারক নং -৪৪.০৩.৫৫৩২.৩০.০৩৮.২২-১৬৭ এক অফিস আদেশে  সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট ( চলতি দায়িত্ব) প্রাপ্ত কমকর্তা মোঃ রেজাউল ইসলাম সহ তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। শ্রামিক মজুরি কোড ৩২১১১৩৪ ও অন্যান্য মনিহারি সংস্কার কাজ শ্রমিক অর্থনৈতিক কোড ৩২৫৫১০৫ এ ৪লাখ টাকার কাজের আদেশ দেওয়া হয় । কমকর্তা রেজাউল ইসলাম  নিজে কমিটির সভাপতি হওয়ায়  কাজের তদারকি করার  কোন লোক না থাকার সুবাদে নাম মাত্র কাজ করে সিংহ ভাগ টাকা কমকর্তা নিজে পকেটস্থ করেছে।১৩/০৩/২০২২ইং তারিখে বিলনং১০৯ এর ৬টি  ভাউচারে দেখা যায় বালু,মাটি ক্রয় পরিবহন বাবদ ১লাখ ৪১ হাজার ৫শত টাকা দেখানো হয়েছে । তবে বালু ব্যাবসায়ী মমিনুল ইসলামের নিকট মাটি ওবালু কত টাকার করেছে জানাত চাওয়া হলে তিনি বলেন ৪০/৪৫হাজার টাকার ভাউচারের বিষয়ে প্রশ্নকরা হলে তিনি বলেন ফাকা ভাউচার আমার নিকট থেকে নিয়েছে। ৩২৫৫১০৫ মনিহারী কোডের ২লাখ টাকার ষ্টেশনারী  দ্রব্য সামগ্রী ক্রয় না করিয়া  ভুয়া শ্রমিকের মাস্টার রোল পস্তত করে  ১১০নং বিল ভাউচার এর মাধ্যমে মনিহারী কোডের টাকাও কমকর্তার পকেটে । পুশিক্ষন গ্রহনকারি ভিডিপি সদস্যদের ভুত্যুকির ৫০০কেজি মশুর ডাল প্রশিক্ষনার্থীদের না দিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে | এ বিষয়ে জেলা কর্মকর্তা ও কমিটির সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও সদস্য শাহীন মিয়ার সংগে মুঠো ফোনে যোগাযোগর চেষ্টা  করা হলে তাহারা ফোন ধরেননি | অপর সদস্য মোছাঃ সাহেনা খাতুন  মোবাইল ফোনে জানান আমি সদস্য তবে আমার দ্বারা কোন কাজ করা হয়নি। বিল ভাউচারে  স্বাক্ষর আছে প্রশ্ন করা হলে তিনি বলেন। স্যার এর নির্দেশে বিল ভাউচার স্বাক্ষর করেছি।

    বাংলাদেশ সময়: ৬:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ