• শিরোনাম

    গফরগাঁওয়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রামণ

    সাদেকুল ইসলাম পনির  গফরগাঁও  প্রতিনিধিঃ বুধবার, ০৪ আগস্ট ২০২১

    গফরগাঁওয়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রামণ

    গফরগাঁওয়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রামণ

    apps
    ময়মনসিংহের গফরগাঁওয়ে মহামারী করোনা সংক্রমণ ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সংক্রমনের হার।
    একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৪৫ জন। এ চিত্র মঙ্গলবারের। এর আগে গত ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এ উপজেলায় ১৩৭ জনের শরীরে করোনা সনাক্ত হয়।ময়মনসিংহ সিভিল সার্জনের দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার এন্টিজেন পরিক্ষায় মোট ১৭২ জন করোনা আক্রান্ত হন।এর মধ্যে গফরগাঁওয়ে ২৬জন। পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) পদ্ধতিতে ২০৮জনের মধ্যে শনাক্ত ১৮ জন গফরগাঁওয়ের এবং আরটি পিসিআর ফলোআপ ১জনসহ গফরগাঁও উপজেলার মোট ৪৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়।উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রতিদিন বিভিন্ন উপসর্গ(সর্দি, কাশি, জ্বর) নিয়ে চিকিৎসা নিতে আসা সকল রোগির নমুনা পরিক্ষা হলে শনাক্তের হার আরো বৃদ্ধি পেতো বলে মনে করেন কর্তৃপক্ষ।
    তবে সাম্প্রতিক সময়ে নমুনা পরিক্ষা ও টিকা গ্রহণ কিছুটা বৃদ্ধি পেলেও যাদের শরীরে করোনা শনাক্ত হচ্ছে- তাদের যথাযথ কোয়ারেন্টিন নিশ্চিত করতে কোন পদক্ষেপ নেই। ফলে সংক্রমিতরা অবাদে স্বজন ও অন্যদের সংক্রমিত করছেন।এই ভয়ংকর পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা গফরগাঁয়ে। রাস্তায় পথচারী, যানবাহনে চালক-যাত্রী, দোকানে ক্রেতা-বিক্রেতা অধিকাংশের মুখে নেই মাস্ক। হাত ধোয়া বা দূরত্ব বজায় রেখে চলার কথা এখন আর কেউ বলেন না।মাস্ক পড়তে বা স্বাস্থ্যবিধি মানার কথা বললে অনেকেই হেসে উড়িয়ে দেন। লোকজনকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান বলেন, পরিস্থিতি খুবই ভয়ংকর হয়ে উঠছে। মানুষকে মাস্ক পড়তে বা স্বাস্থ্যবিধি মানতে বাধ্য না করলে সংক্রমণ বৃদ্ধি পাবেই। মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

    বাংলাদেশ সময়: ৪:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ