• শিরোনাম

    গফরগাঁওয়ে পৌরসভাসহ ১৬ কেন্দ্রে দেয়া হবে টিকা

    সাদেকুল ইসলাম পনির গফরগাঁও প্রতিনিধিঃ বুধবার, ০৪ আগস্ট ২০২১

    গফরগাঁওয়ে পৌরসভাসহ ১৬ কেন্দ্রে দেয়া হবে টিকা

    গফরগাঁওয়ে পৌরসভাসহ ১৬ কেন্দ্রে দেয়া হবে টিকা

    apps
    ময়মনসিংহ গফরগাঁও   সরকার ঘোষিত ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ৭ আগস্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের ১৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে।প্রথম পযার্য়ে প্রতি কেন্দ্রে ১৮০০ করে টিকা দেওয়া হবে। পরবর্তীতে টিকার বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কেন্দ্রগুলোতে একই নিয়মে ১৮ বছর ও তদুর্ধ বয়সের যে কেউ এনআইডির ফটোকপি প্রদর্শন করে টিকা নিতে পারবেন। সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বয়স্ক নারী ও শারীরিক প্রতিবন্ধিদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজিষ্টেশন করে যে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে তা পূর্বের নিয়মেই চলবে।আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নিবার্হী কর্মকর্তার কাযার্লয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনউদ্দিন খান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার, পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সালমা আক্তার।সভায় সরকার ঘোষিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও করনীয় নিয়ে আলোচনা করা হয়।উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও নিবার্হী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, সরকার ঘোষিত গণমানুষের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে, স্বাস্থকর্মী, স্থানীয় জনপ্রতিনিধ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা প্রয়োজন। কর্মসূচির শৃংখলা যাতে ব্যহত না হয় সে জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে।

    বাংলাদেশ সময়: ৫:০০ অপরাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ