• শিরোনাম

    কুষ্টিয়া হাইস্কুলের আব্দুল ওয়াহেদ মার্কেটের বেহাল দশা!

     রফিকুল ইসলাম, কুষ্টিয়া : বুধবার, ০৫ অক্টোবর ২০২২

    কুষ্টিয়া হাইস্কুলের আব্দুল ওয়াহেদ মার্কেটের বেহাল দশা!

    apps

    এক সময়ের কুষ্টিয়া শহরের গার্মেন্টস খ্যাত মার্কেট কুষ্টিয়া হাই স্কুলের পুরাতন আব্দুল ওয়াহেদ সুপার মার্কেটটির এখন বেহাল দশা। মার্কেটটি যেকোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভবনটির বয়স অর্ধশত পেরিয়ে গেছে। ইতিমধ্যেই মার্কেটের ছাদের প্লাস্টার খসে খসে পড়ে ছাদের রড বেরিয়ে পড়েছে। দুই তলার রেলিং প্রায় দুই ফিট মত কাত হয়ে ঝুলে রয়েছে। রেলিংটি যাতে ভেঙে না পড়ে এর জন্য মার্কেটের দোকানদাররা নিজ উদ্যোগে কোনরকম লোহার পাইপ দিয়ে ঠেকিয়ে রেখেছে। মার্কেটের এই ভঙ্গুর অবস্থা দেখে দোতলা থেকে অনেকেই ব্যবসা বন্ধ করে চলে গেছে আর যারা আছে তারা বাধ্য হয়ে কোনরকম গোডাউন করে রেখেছে। কুষ্টিয়া হাই স্কুলের আব্দুল ওয়াহেদ সুপার মার্কেট এর দোকান মালিকদের সাথে কথা বললে তারা জানান অনেকদিন ধরে তারা স্কুল কমিটি ও প্রধান শিক্ষক খলিলুর রহমানের শরণাপন্ন হয়েছেন। মার্কেট ভেঙে পূর্ণ নির্মাণ করার জন্য বারবার বললেও কোন লাভ হয়নি। অবশেষে ৫ থেকে ৬ মাস আগে একটি লিখিত অভিযোগ প্রধান শিক্ষক বরাবর দিয়েছি। এখন পর্যন্ত তারা আমাদের কিছুই জানায়নি। মার্কেট মালিকরা জানান, এই আব্দুল ওয়াহেদ সুপারমার্কেট প্রচন্ড ঝুঁকি পূর্ণ অবস্থায় রয়েছে। এটা নিয়ে আর কালক্ষেপণ করা ঠিক হবে না। যেকোনো সময় বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। মার্কেটটি পূর্ণনির্মাণে বেশিদিন অবহেলা করলে ঘটে যেতে পারে অনেক প্রাণহানি ও অনেক মালের ক্ষয়ক্ষতি। এছাড়া তারা আরো অভিযোগ করে বলেন যত্ত তত্ত যেখানে সেখানে হাই স্কুলের দোকানপাট হলেও স্কুল কর্তৃপক্ষ এই পুরাতন মার্কেটটি পূর্ণনির্মাণের কোন উদ্যোগ নিচ্ছে না। এই মার্কেট সম্পূর্ন বাণিজ্যিক হলেও স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান মার্কেটের দোতালায় কাজী আবু ছাইদ মোঃ হাবিবুর রহমান কে দুই তলায় বাসা করে ফ্যামিলি সহ বসবাস করার অনুমতি দিয়েছেন। এই ব্যাপারে কাজী আবু ছাইদ মোঃ হাবিবুর রহমান জানান, ফ্যামিলি নিয়ে এক বছরের উপরে এখানে বসবাস করছি। ১৫ সালের দিকে ২০ লাখ টাকায় ১৫৩০ স্কয়ার ফিট ক্রয় করেছি। প্রধান শিক্ষকের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়ে এখানে বসবাস করছি। মার্কেটের আশেপাশে অন্যান্য দোকানদাররা বলেন, মার্কেটটি সত্যিই অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে। তবুও স্কুল কর্তৃপক্ষ রয়েছেন উদাসীন। কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, আপনারা লেখেন। জাতীয় পত্রিকায় টেলিভিশনে লেখেন, মার্কেটটি যে-কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। মার্কেটটি কর্তৃপক্ষ তৈরি করে দিক বিভিন্ন চ্যানেল দেন, তাহলে আমরা করে দিতে পারব।

    বাংলাদেশ সময়: ৮:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ