• শিরোনাম

    কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ বনাম জাসদের প্রার্থী : জয়ের ব্যাপারে উভয়েই আশাবাদী

     রফিকুল ইসলাম, কুষ্টিয়া : বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

    কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ বনাম জাসদের প্রার্থী : জয়ের ব্যাপারে উভয়েই আশাবাদী

    apps

    আগামী ১৭ ই অক্টোবর, ২০২২ ইং জেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রার্থী। দু’জনেই দু’টি দলের জেলা কমিটির সভাপতি। ইতিঃমধ্যে জেলা পরিষদ নির্বাচনকে নিয়ে অফিস ও হাটে-বাজারে, চায়ের স্টলে আলোচনা শুরু হয়েছে। ভোটার গণ হলেন সবাই জনপ্রতিনিধি ভোট রয়েছে জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে। প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। জেলা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝেও আলোচনা চলছে। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় এবারে ৬ উপজেলায় মোট ভোটসংখ্যা ৯৪২ জন। উভয় প্রার্থীই ভোট সংগ্রহে জোরে-শোরে চালিয়ে যাচ্ছেন গণ-সংযোগ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন যেহেতু অধিকাংশ ভোটার আওয়ামী লীগের সদস্য, সেহেতু আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: সদর উদ্দিন খানের বিজয় অনেকটাই নিশ্চিত। অপর দিকে জাসদের নেতা-কর্মীরা বলছেন ভেড়ামারা জাসদের ঘাটি এলাকা। এখানে জাসদ প্রার্থী বেশী ভোট পাবেন। সেক্ষেত্রে জাসদ প্রার্থী নির্বাচিত হবেন তাতে কোন সন্দেহ নেই। তবে আগামী ১৭ই অক্টোবর এ বিতর্কের অবসান হবে এমনটি বলছেন সাধারণ জনগন।

    বাংলাদেশ সময়: ৮:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ