• শিরোনাম

    কুষ্টিয়ায় স্বাধীনতার পর থেকে অবহেলিত হাবাসপুরের গুরুত্বপূর্ণ রাস্তা

    রফিকুল ইসলাম, কুষ্টিয়া : বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

    কুষ্টিয়ায় স্বাধীনতার পর থেকে অবহেলিত হাবাসপুরের গুরুত্বপূর্ণ রাস্তা

    apps

    কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের তিন কিলোমিটার রাস্তা স্বাধীনতার যুদ্ধের পর থেকে অবহেলিত অবস্থায় আছে। বিভিন্ন জায়গায় জন্য সংযুক্ত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার এই রাস্তাটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও হাজার হাজার জন সাধারণ দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসী জানান, স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত কাশিমপুর পাকার মাথা মোড় থেকে হাবাসপুর পর্যন্ত এই তিন কিলোমিটার রাস্তা কখনো সংস্কার হয়নি। রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় প্রতিবছর বৃষ্টির সময় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এছাড়াও এলাকার প্রসূতি মা অথবা মুমূর্ষু রোগী হাসপাতালে নিতে গিয়ে অনেকসময় অপ্রত্যাশিত ঘটনার সৃষ্টি হয়ে থাকে। গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ পায়ে হেঁটে বা যানবাহনে ও পন্যবাহী বাহন নিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হন। তারা আরো জানান এই রাস্তায় কোন যানবাহন সহজে আসতে চায়না আসলেও অতিরিক্ত ভাড়া দাবী করে । বিকল্প রাস্তা দিয়ে গন্তব্য পৌঁছাতে অতিরিক্ত কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয় যে কারণে জনসাধারণের দুর্ভোগ নিরসনে প্রতিবছর এলাকাবাসী নিজেদের অর্থায়নে রাস্তা সংস্কার করে থাকেন। এ বছরও তারা বালি দিয়ে বিভিন্ন ছোট বড় গর্ত ভরাটের মাধ্যমে চলাচলের উপযোগী করেছেন বলে জানান। এ বিষয়ে নন্দলালপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন জানান, তিনি প্রথম চেয়ারম্যান হবার পর রাস্তাটি সংস্কার করেছিলেন। সেসময় নদীর তীরবর্তী রাস্তা ভেঙে গেলে এলাকাবাসীদের রাজি করিয়ে তাদের জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণ করেছিলেন। এবার দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হবার পর ইতিমধ্যে রাস্তাটি সংস্কারের জন্য পদক্ষেপ নিয়েছেন বলে জানান।

    বাংলাদেশ সময়: ৮:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ