• শিরোনাম

    কুষ্টিয়ায় বর্ধিত জল নিষ্কাশনের প্রবাহমান খালে বেনা দিয়ে মাছ চাষ করায় জলাবদ্ধতা

     রফিকুল ইসলাম, কুষ্টিয়া : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

    কুষ্টিয়ায় বর্ধিত জল নিষ্কাশনের প্রবাহমান খালে বেনা দিয়ে মাছ চাষ করায় জলাবদ্ধতা

    apps

    কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা এলাকার বর্ধিত জল নিষ্কাশনের প্রবাহমান খালে বেনা দিয়ে মাছ চাষ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণে পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার প্রধান কারন এটি। নিম্নাভিমুখী জল অপসারনের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এই বেনা। এদিকে পানি নিষ্কাশনের কোন উদ্যোগ না নেওয়ায় ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ড এর পূর্ব বামনপাড়ায় অন্ততপক্ষে ৫০ পরিবার কার্যতঃ জলবন্দী। বাড়ির উঠান ও যাতায়াতের রাস্তায় হাঁটু পানি। এব্যাপারে স্থানীয় ৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর জানান, রেললাইন ধরে সামান্য কিছুদুরে আনোয়ার নামের এক ব্যক্তি বেনা দিয়ে মাছ চাষ করছে। তাকে বারবার বলা হলেও সে কারোর কধায় কর্ণপাত করছে না। এমতাবস্থায় উপজেলা নির্বাহী অফিসার এর সদয় হস্তক্ষেপ কামনা করেন এই জনপ্রতিনিধি। এবিষয়ে ভেড়ামারা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের মুঠো ফোনে পাওয়া যায়নি। এবিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন। ভুক্তভোগী পৌরবাসীর দাবী, বর্তমান ডেঙ্গু আতঙ্কের সময়ে দ্রত জলাবদ্ধতা দূর করা না হলে এখানে এডিস মশার অধিক বংশ বিস্তার হবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া জলাবদ্ধতা দূর করা সম্ভব না হলে এখানকার জনজীবনে এর বিরুপ প্রভাব পড়তে পারে । এ বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    বাংলাদেশ সময়: ১০:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ