• শিরোনাম

    কিশোরগঞ্জের হাওরে এবার নির্মিত হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক

    নিজস্ব প্রতিবেদক বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

    কিশোরগঞ্জের হাওরে এবার নির্মিত হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক

    apps

    যুগের পর যুগ ধরে চলে আসা প্রবাদ ‘শুকনোয় পাও, বর্ষায় নাও’- ঘোচাতে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ইচ্ছায় গত বছর কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম- এ তিন উপজেলাকে সংযুক্ত করে নির্মাণ করা হয় প্রায় ৩০ কিলোমিটার সড়ক, যেটি অলওয়েদার সড়ক নামে খ্যাত। ৮৭৪ কোটি টাকা ব্যয়ে এ সড়কটি চালু হওয়ার পর হাওরে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অনেকটা পাল্টে গেছে। সড়কটি এরই মধ্যে সারাদেশের মানুষের দৃষ্টি কেড়েছে। বর্ষা মৌসুমে সেখানে দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। অলওয়েদার সড়ক তিন উপজেলাকে সংযুক্ত করলেও কিশোরগঞ্জ সদর তথা সারাদেশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়নি। এই অপূর্ণতা ঢাকতে এবার হাওরে নির্মাণ করা হচ্ছে উড়াল সড়ক। এর জন্য নতুন প্রকল্প নিয়েছে সড়ক ও সেতু বিভাগ। প্রাথমিক কাজ অনেকটা এগিয়ে গেছে। এরই মধ্যে প্রকল্প এলাকার মাটি পরীক্ষার কাজও শেষ হয়েছে। এবার ভূমি অধিগ্রহণের পালা। প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন পরিকল্পনা বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ ৩১ আগস্ট মঙ্গলবার দুপুরে অংশীজনের সঙ্গে এক অবহিতকরণ সভায় বিস্তারিত তুলে ধরা হয়। আশা করা যাচ্ছে খুব শিগ্রই কাজ স্বপ্ন পূরন হতে চলেছে হাওড়বাসীর।

    বাংলাদেশ সময়: ৫:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ