• শিরোনাম

    এস কে কামরুল বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

    অনলাইন ডেস্ক সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

    এস কে কামরুল বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

    apps

    রুমাজ্জল হোসেন রুবেল : এস কে কামরুল বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মাল্টিপল জেলা ৩১৫, বাংলাদেশ এর পক্ষ থেকে ঢাকার গুলশানে অবস্থিত ওয়েস্টিন হোটেলে সেপ্টেম্বর ১১, ২০২০ ইং তারিখে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত কাউঞ্ছিল চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব আব্দুল হক এমজেএফ এস কে কামরুলকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ১ এর সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ, জেলা ৩১৫এ৩ এর সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এডভোকেট খন্দকার সেলিমা রওশন, কাউঞ্ছিল সেক্রেটারি ও জেলা ৩১৫বি১ এর সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, জেলা ৩১৫বি৩ এর সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ এইচ এম জহিরুল ইসলাম এমজেএফ, জেলা ৩১৫বি৩ এর সম্মানিত ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নাসিম মাহমুদ এমজেএফ, জেলা ৩১৫এ৩ এর সম্মানিত সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ নুরুল আলম, জেলা ৩১৫বি২ এর সম্মানিত সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ বি এম আনোয়ারুল বাসেত এমজেএফ, মাল্টিপল জেলার জিএমটি কোঅর্ডিনেটর, বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সেকেন্ড সেঞ্চুরি এ্যাম্বাসেডর লায়ন এম কে বাশার পিএমজেএফ, পিসিসি, পিডিজি, জেলা ৩১৫এ৩ এর পিডিজি অনারারি কমিটির চেয়ারপার্সন সম্মানিত লায়ন এম এ রশিদ শাহ সম্রাট পিএমজেএফ, পিসিসি, পিডিজি ও তার স্পাউস লেডী পিসিসি জেলা ৩১৫এ৩ এর রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন নাজমা সম্রাট , জেলা ৩১৫বি৩ এর সম্মানিত ট্রেজারার লায়ন সাকি কাওসার সহ আরও অনেক লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সেপ্টেম্বর ০৫, ২০২০ ইং তারিখে লায়ন্স ভবন, আগারগাঁও, ঢাকায় বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের বোর্ড মিটিং এ বোর্ড এর পরিচালকদের ভোটে ৩ জন প্রার্থীর মধ্যে এস কে কামরুল শতভাগ ভোটে নির্বাচিত হন। LCI এর আন্তর্জাতিক পরিচালক, FBCCI এর প্রাক্তন প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ ও প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন উক্ত বোর্ড মিটিং এ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ২:০২ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ