বুধবার ৩ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

>>

এমপি শাহরিয়ারকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবি বীর মুক্তিযোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক:   |   শনিবার, ২৯ জুন ২০২৪   |   প্রিন্ট

এমপি শাহরিয়ারকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবি বীর মুক্তিযোদ্ধাদের

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিয়ে অপপ্রচার ও কু-রুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়ে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার আলমকে দল থেকে বহিস্কারের
দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল দাবি করেন, ‘মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান খায়রুজ্জামান লিটনকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম এমপিকে আওয়ামী লীগ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। নয়লে রাজশাহীর মুক্তিযোদ্ধারা কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার বলেন, ‘বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আওয়ামী লীগের একজন অত্যন্ত পরিশ্রমি ও নিবেদিত নেতা ছিলেন। বাঘা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিরোধের সংঘর্ষে মৃত্যু হয় বাবুলের। এ সংঘর্ষের মূল হোতা শাহরিয়ার আলম এমপি। তাকে রাজশাহী জেলা ও মহানগরে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধারা বাবুল হত্যার বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। সেই সঙ্গে শাহরিয়ার আলম এমপিকে দল থেকে বহিস্কারের দাবি জানায়।’

বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র। তাঁর বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন শাহরিয়ার আলম এমপি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বাবুল হত্যার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবী জানাচ্ছি।’

দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিরোধের জের ধরে গত ২২ জুন বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় উপজেলা চত্বরের ভেতর থেকে আশরাফুল ইসলাম বাবুলকে উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত
বুধবার বিকেল মারা যান তিনি।

আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডের ‘মদদদাতা’ হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের লিটন বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। যদিও খায়রুজ্জামান লিটন অভিযোগ অস্বীকার করে পাল্টা শাহরিয়ার আলমকেই দায়ী করেছেন।

Facebook Comments Box

Posted ৭:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুন ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: newsnabokantha@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com