• শিরোনাম

    উদ্দীপন এর উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: শুক্রবার, ১২ আগস্ট ২০২২

    উদ্দীপন এর উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি বিতরণ

    apps

    পবায় আন্তর্জাতিক দাতা সংস্থা অনুকুল ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন এর বাস্তবায়নাধীন সু-চলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের আওতায় ঝুকিপূর্ণ কাজে নিযুক্ত দুঃস্থ শিশু শিক্ষা পূর্নবাসন কার্যক্রমে অসহায় দরিদ্র পরিবারের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্দীপন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উদ্দীপন রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খান, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসা. শামসুন্নাহার, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল আজিজ। সাব-এ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোন অফিস হিসাবরক্ষক মো. সাহাবুর রহমান, সাব- এ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মোসা. বিউটি খাতুন, পবা শাখার শাখা ব্যবস্থাপক মোসা. আসমা খাতুন, বোয়ালিয়া শাখার শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, উদ্দীপনের স্বাস্থ্যআপা মোসা. ফিরোজা বেগম, মোসা. শেফালী বেগম, মোসা. রেখা বেগম, মোসা. নিলুফা বেগমসহ কর্মকর্তা ও কর্মচারী ও উপকারভোগী শিক্ষার্থী এবং অভিভাবকগন। উল্লেখ্য পবা ও মোহনপুর উপজেলা এবং রাজশাহী সিটি কর্পোরেশন বোয়ালিয়া শাখার আওতায় এলাকার ২৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ জ্যামিতি বক্স, কলম, স্কেল ও উপবৃত্তির নগদ চার হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও এদিন উদ্দীপন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন পেশাজীবির মানুষ এই সেবা গ্রহণ করেন।

    বাংলাদেশ সময়: ৫:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ