• শিরোনাম

    “উগ্রবাদ প্রতিরোধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর করণীয় ও জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত”

    খন্দকার আমির হোসেন॥ বুধবার, ২২ মার্চ ২০২৩

    “উগ্রবাদ প্রতিরোধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর করণীয় ও জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত”

    apps

    ২১ মার্চ, ২০২৩ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) কর্তৃক আয়োজিত উক্ত কার্যক্রমের প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

    দুই পর্বে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মানবসম্পদ ও জীবনের নিরাপত্তা প্রদান, উদ্ধার অভিযান ও তৎপরতা, অপরাধ দমন, মানবপাচার রোধ এবং সর্বোপরি জঙ্গিবাদ দমনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপের প্রশংসা করেন এবং তাঁর সার্বিক দিকনির্দেশনাসমূহ বাস্তবায়নে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

    বাংলাদেশ সময়: ৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ