• শিরোনাম

    ঈদ-উল ফিতরের আগে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর উপহার ।

    এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) : মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

    ঈদ-উল ফিতরের আগে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর উপহার ।

    apps

    ২৬ এপ্রিল ২০২২ইং গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ৩২ হাজার ৯০৪ টি ঘর হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন। এর মধ্যে সোনারগাঁও উপজেলায় ৩৫ টি পরিবারের মাঝে ঘর বিতরণ করেন । গৃহহীন পরিবারে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা। উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌহিদ এলাহি, সহকারী অফিসার ( ভূমি) গোলাম মোস্তফা মুন্না। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ এবং অনান্য ইউপির সুযোগ্য চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা কর্মকর্তা, কর্মচারী বৃন্দ। এসময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এই ঘর নির্মাণ করা হয়েছে । এ ধাপে ৬৫ হাজারেরও বেশি পরিবার পাবে প্রধানমন্ত্রী দেওয়া উপহার ঘর ।

    বাংলাদেশ সময়: ১০:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ