• শিরোনাম

    আবারো শকুনের হাত থেকে জাতির পতাকাকে রক্ষা করতে হবে – গিয়াস উদ্দিন

    । নারগিস পারভীনঃ বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

    আবারো শকুনের হাত থেকে জাতির পতাকাকে রক্ষা করতে হবে – গিয়াস উদ্দিন

    apps

    আনন্দ উৎসবের মধ্যে দিয়ে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি চলছে ঢাকা মহানগর উত্তরে। আগ্রহী প্রার্থীদের ফেস্টুন ব্যানারে শোভা বর্ধন করছে এলাকার অলি গলিতে। দলের প্রতি ভালোবাসা ও নিজেদের জনপ্রিয়তা প্রমান করার লক্ষ্যে সম্মেলনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততম সময় পার করছেন আওয়ামী নেতা কর্মীরা। ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের নেতৃত্বে সফল ইউনিট কমিটি গঠনের পর, ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করার ঘোষণা দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বর্ধিত সভায় ঘোষণা করা হলে এমনটি চিত্র দেখা যায় উত্তরের প্রতিটি থানা ও ওয়ার্ডে। তেমন সম্মলনের প্রস্তুতি চলছে দারুস সালাম থানা আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে। বাংলাদেশের বৃহত্তম দলের একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। এ দলের সম্মেলন অনুষ্ঠিত হবে তা নিয়ে দারুস সালাম থানা এলাকার নেতা কর্মী সহ সকল ধর্ম ও পেশা শ্রেণীর মানুষের সাথে সম্ভব্য সভাপতি পদ প্রার্থী নিয়ে আলোচনা কালে তারা বলেন, সভাপতি হিসেবে আমরা গরীব দুঃখীর বিপদের সঙ্গী ও কর্মীবান্ধব আওয়ামী নেতা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিনকে দেখতে চাই। দারুসসালাম থানা এলাকার সাধারণ মানুষের বিপদ সারথি তিনি। যেকোন দূর্যোগে ধর্ম-বর্ণ আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়েছেন সবসময়। সম্মলনের প্রস্তুতি নিয়ে দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন এ বিষয়ে একান্ত সাক্ষাৎ কারে গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১০/০৬/২০২২ ইং তারিখে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে দারুস সালাম থানা ও ০৯, নং , ১০ নং ওয়ার্ডের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ঢাকা -১৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ আগা খান মিন্টু, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ কেন্দ্রীয় ও উত্তরের নেত্রী বৃন্দ। আওয়ামী লীগের তৃণমূল কান্ডারী কেমন হবে এ বিষয়ে তিনি আরও বলেন, জাতির পতাকা আবারও খামচে ধরার চেষ্টা করছে পুরানো শকুনের দল। জাতির পতাকাকে রক্ষা করার মতো যোগ্য নেতার হাতেই দায়িত্ব অর্পণ করবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গনে তিনি তার অবদান নিয়ে আলোচনা কালে আরও বলেন, ১৯৮৬ইং সালে রাজনীতিতে পদার্পণ করি। ছাত্রলীগ,যুবলীগের পর্যায়ক্রমে এখন আওয়ামী লীগ করছি। রাজনীতির কারনে বারবার কারা বরণ সহ চৌমুখী নির্যাতনের স্টিমরোলারের শিকার হয়েছি অসংখ্য বার।অপারেশন ক্লিন হার্ড সহ ১/১১, লগি-বইঠার আন্দোলন সংগ্রামের কালজয়ী সাক্ষী বহন করছি আজও। দল আমাকে যদি যোগ্য মনে করেন, তবে আমাকে দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিবেন বলে আমি আশাবাদী। এছাড়াও আমি পদের দায়িত্ব না পেলেও বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

    বাংলাদেশ সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ