• শিরোনাম

    অসহায় ও মুমূর্ষু মানুষকে রক্তদান একটি মানবিকতা: শিল্পমন্ত্রী

    অনলাইন ডেস্ক সোমবার, ০২ আগস্ট ২০২১

    অসহায় ও মুমূর্ষু মানুষকে রক্তদান একটি মানবিকতা: শিল্পমন্ত্রী

    apps

    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর সারা জীবনের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা অসহায় মানুষের জন্য কোনো কাজ করতে পারব। অসহায় ও মুমূর্ষু মানুষের জন্য রক্তদান আমাদের জন্য একটা বড় সুযোগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে। অসহায় ও মুমূর্ষু মানুষকে রক্তদান একটি মানবিকতা।

    রোববার ( ১ আগষ্ট) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে শোকাবহ আগস্ট ২০২১ উপলক্ষে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

    ‘আগস্ট’ বাংলাদেশের সব মানুষের জন্য একটি শোকাবহ মাস উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, শিল্প মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয় এবং যেসব প্রচার সংস্থা আছে, তারা যদি মহৎ উদ্যোগগুলো সারাদেশের মানুষের কাছে নিয়ে যায়, তাতে বঙ্গবন্ধুর রক্তের ঋণ কখনও শোধ করা যাবে না। তবে মানবতার সেবায় এ রক্তদান কর্মসূচি বিশাল ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

    বাংলাদেশ সময়: ৪:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ