স্টাফ রিপোর্টার | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
ঢাকা উত্তর মহানগরের খিলক্ষেত থানাধীন ৯৬ নং ওয়ার্ড সেচ্চাসেবক লীগের পক্ষ থেকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের সাথে সাথে, সমগ্র দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন খিলক্ষেত থানার ৯৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক, মোহিবুল হক চৌধুরী সুমিত। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পরাধীনতার শিকল ভেঙে বেরিয়ে আসা সহস্র বছরের ঐতিহ্য সমৃদ্ধ আত্মমর্যাদায় বলীয়ান বাঙালি জাতির বিজয়ের অর্ধ শতাব্দীর মাইলফলকে আজ বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সৃকৃতি লাভ করেছেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। যুগের পর যুগ প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে গাঁথা থাকবে বাংলাদেশের ইতিহাস,আওয়ামীলীগের ইতিহাস। ৫২-র ভাষা আন্দোলন,স্বায়ত্তশাসনের দাবি,গণআন্দোলনের ধারাবাহিকতায়, ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নির্বাচনে বিজয়ের পর পাকিস্তানিরা ষড়যন্ত্রের আশ্রয় নেয় এবং ক্ষমতা তুলে দিতে টালবাহানা শুরু করেন শাসকগোষ্ঠী। ফলে ক্ষোভে-বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তান। একাত্তরের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ জনগণের স্বাধীনতার স্পৃহাকে প্রবল করে তোলে। পাকিস্তানি শাসকচক্র আমাদের মুক্তির স্পৃহাকে দমনের জন্য রাতের অন্ধকারে নির্বিচারে নিরস্ত্র মানুষ হত্যার মাধ্যমে জন্ম দিল ২৫ মার্চের কালরাত্রি। এরপরই চূড়ান্ত হয়ে যায় ওদের সঙ্গে আর নয়। ২৬ মার্চ থেকে শুরু হলো চূড়ান্ত লড়াই। লক্ষ বাঙালীর প্রানের বিনিময়ে, ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর পরাজয় মেনে নেয় পাকিস্তান।বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বাঙালি জাতি আজ সেই সব লড়াকু শহীদদেরকে স্মরণ করবে গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।
Posted ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।