৬ মাস স্থগিত হলো স্বপ্নের সেতু তিস্তার কাজ।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর টু চিলমারী তিস্তা নদীর উপর প্রায় সাড়ে চার কিলো মিটার তিস্তা ব্রীজের কাজ ৬ মাস স্থগিত করেছে চীনা কোম্পানি। গতি ৯ জুলাই শুক্রবার স্বপ্নের সেতু তিস্তা পাড়ে গিয়ে জানা যায় ৩২টি পিটারের উপর নির্মিত হবে তিস্তা ব্রীজ চীনা কোম্পানি ৭ মাসে ১২ টি পিটারের নীচের পাইলিংয়ের কাজ সম্পন্ন করেছে।বর্ষা কালে নদ-নদীর পানি স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পায়।তার পরে এবারের বর্ষা তেমন কোন প্রভাব ফেলতে না পারায় কোম্পানিটি দীর্ঘ
৭ মাস করতে সক্ষম হয়। হঠাৎ করে উজানের পানি নামতে থাকায় তিস্তা সহ অন্যান নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটি ৬ মাসের জন্য স্থগিত করে বলে এলাকাবাসী জানান। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,সাত মাসে কোম্পানীটি একটা কিলো মিটার রাস্তা এবং রস্তার দুই পাশ্বে পাইলিংয়ের কাজ সম্পন্ন করেছে। আগামী শুস্ক মৌসুমে সঠিক সময় কাজ শুরু করতে পারলে আরো ১২টি পিলার সহ পাঁচপীর হাট পর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন করতে সক্ষম হবে। দৃশ্যমান স্বপ্নের তিস্তা সেতুর অর্ধেক অংশ।