৫ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী সাহাদাত এর খোঁজ মিলছে না
মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বুধবার, ২৫ আগস্ট ২০২১ | পড়া হয়েছে 91 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মুন্সি নুরুল ইসলাম-এর ছেলে মুন্সি সাহাদাত (১৪) ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।সে দরিকান্দি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসা থেকে গত শনিবার দুপুরে আগে জায়গির বাড়িতে খাবার খেতে সে মাদ্রাসা বের হয়ে আর মাদ্রাসায় ফেরেনি। মাদ্রাসার শিক্ষকগণ ভেবেছে সে হয়তো বাসায় চলে গেছে কিন্তু পরিবারের লোকজন শিক্ষকদের সাথে তার সাথে কথা বলার চেষ্টা করলে জানতে পারে শাহাদাত ৫ দিন আগেই মাদ্রাসায় নেই। নিখোঁজের খবরে তার পরিবার উদ্বেগ আর উৎকন্ঠায় আছে। সমাজের সকল স্তরের মানুষের কাছে পরিবারের অনুরোধ সাহাদাতের সন্ধান পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করেছে। মোবাইলঃ ০১৯২৫-১১২৬১১, ০১৭১৫- ৮৭৫৬৫৫