টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | বৃহস্পতিবার, ২০ মে ২০২১ | পড়া হয়েছে 382 বার
গত ১৫মে তে মেছড়ার চর থেকে উদ্ধারকৃত এক বৃদ্ধের মৃতদেহের ৫দিনেও নাম পরিচয় না মেলায় আঞ্জুমান মফিদুল ইসলাম’র মাধ্যমে তার লাশ দাফন করলো সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। দীর্ঘ ৫দিন লাশটি থানা মর্গে রাখার পরে মুসলিমদের বেওয়রিশ লাশ দাফনের উদ্দেশ্যে গঠিত ইসলামী জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম’র মাধ্যমে ২০মে (বৃহস্পতিবার) বিকালে শহরের পৌরসভার মালশাপাড়া কবরস্থানে লাশটির দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। সদর থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম শাহ বলেন, ামরা আমরা গত ৫দিন হলো নানান ভাবে তার পরিচয় জানার চেষ্টা করেছি। শুধু তাই নয়, পুলিশের সি.আই.ডি ও পি.বি.আই শাখাও একাধিকবার মৃতের ফিঙ্গারপ্রিন্ট (আঙ্গুলের ছাপ) মিলিয়ে পরিচয় জানার চেষ্টা করলেও তার ফিঙ্গারপ্রিন্ট কোথাও মেলেনি। এমতাবস্থায় আঞ্জুমান মফিদুল ইসলাম’র মাধ্যমে লাশটি দাফন করা হয়। মৃতের বিষয়ে কেও তথ্য দিতে পারলে বা কেও যোগাযোগ করতে চাইলে তার মোবাইল নাম্বারে (০১৭৪৫-৬১২৮৫১) যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন তিনি। বৃদ্ধটি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলেও ধারনা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ৮:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel