টাঙ্গাইল প্রতিনিধি | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 70 বার
টাঙ্গাইল র্যাবের একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালিগঞ্জ থানার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে। ৭ ডিসেম্বর বুধবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ ০৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ ভোর ০৫.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিগঞ্জ থানার শিমুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার নতুন তেঁতুলিয়া এলাকার মো: আক্কাস আলীর ছেলে মো: ইকরামুল আলী (৩৭) ও নরসিংদী জেলার ভাগদী এলাকার মো: আরমান মিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম (২২)। পরে আটককৃতদের ব্যবহৃত ট্রাক তল্লাশী চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছিলো।
পরে র্যাব মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ৪:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel