লিটন মিয়া লাকু | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | প্রিন্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বামনডাঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ২টি মোটর সাইকেল উদ্ধার করেছে। এ সময় মাদক কারবারিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে রংপুর- সুন্দরগঞ্জ সড়কের ওই স্থানে পুলিশি টহল টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেল ২টি উদ্ধার করে এবং সিটের নিচ এবং সাইট বক্স থেকে বিশেষ কায়দায় প্যাকেট করে রাখা ২২ কেজি গাঁজা বের করে।
থানা অফিসার ওসি মো. মাহবুব আলমের ভাষ্য গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করে। এনিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন আসামিদের গ্রেপ্তার এবং তাদের নাম ঠিকানা অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হবে।
Posted ৯:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।