
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী : | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
রোজ মঙ্গলবার ০৪/০১/২০২৫ইং দুপুর ১২:৩০ টায নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম নওগাঁ জেলা পুলিশ নিজ হাতে উদ্ধারকৃত ১৭টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর এবং নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্তকতার সাথে মোবাইল ফোন ব্যবহার করতে বলেন এবং কোন কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারানো গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন।
উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অ্যাডমিন,মো: গাজিউর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও মোবাইলের মালিকগন।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।