টি এম এ হাসান , সিরাজগঞ্জ : | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জে নাশকতার ১২ মামলায় ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াত নেতা রফিকুল ইসলাম খানকে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। আদালত ১২টি মামলায় তাকে গ্রেফতার দেখায়। এর আগে গত ৫ সেপ্টম্বর ঢাকায় নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার করে পুলিশ। সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম খানের আইনজীবী আবু তালেব আকন্দ বলেন, সিরাজগঞ্জ ও উল্লাপাড়ায় ১২টি নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখানোর পরে তাকে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
Posted ৫:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।