
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ০৭ জুন ২০২৫ | প্রিন্ট
আজ শনিবার কোরবানির পশু জবাইয়ের পর সৃষ্ট বর্জ্য মাত্র ১২ ঘণ্টার মধ্যে অপসারণে নজির স্থাপন করতে যাচ্ছে নরসিংদী পৌরসভা। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন–এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
৯টি ওয়ার্ডজুড়ে দিনভর চলে এই পরিচ্ছন্নতা অভিযান। ১২টি পৃথক টিমে ১২০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত হয়ে ইতোমধ্যে শহরের প্রধান প্রধান সড়ক থেকে পশুর রক্ত ও বর্জ্য অপসারণ করেছে। কোরবানির স্থানগুলোতে পানি দিয়ে ধোয়ার পর ছিটানো হয়েছে ৪০০ কেজিরও বেশি ব্লিচিং পাউডার, যা জীবাণুমুক্ত রাখার কার্যকর ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা করছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র প্রতিনিধিরা। তাদের মাধ্যমে ব্লিচিং বিতরণ এবং পরিচ্ছন্নতা–সচেতনতা কার্যক্রমও পরিচালিত হয়।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারই প্রথম এত দ্রুত সময়ে বর্জ্য অপসারণ এবং শহর পরিচ্ছন্ন করার কার্যক্রম প্রায় সফলতার দ্বারপ্রান্তে।
আগামীকাল সকাল ১১টার মধ্যে শহর পুরোপুরি বর্জ্যমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। একই সময় পৌরসভার উদ্যোগে একটি প্রেস কনফারেন্স আয়োজনের প্রস্তুতিও চলছে, যেখানে পুরো কার্যক্রমের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।
Posted ৬:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।