শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

>>

১০৯ এতিমসহ ৩০০ শহীদ পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

সানিমুল আলম   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট

১০৯ এতিমসহ ৩০০ শহীদ পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেন শহীদ হওয়া ৩০০ পরিবারকে ১ লক্ষ করে টাকা সহায়তা করল আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে ১০৯ জন এতিমও রয়েছেন।

২৯ অক্টোবর রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৩০০ শহীদ পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে এতিম পরিবার ছিল ১০৯ টি, সাধারণ পরিবার ১৮৯ টি এবং হিন্দু পরিবার ২ টি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। এরপর কয়েকটি শহীদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিল সদ্য পিতাহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

সবশেষে ৩০০ পরিবারের প্রত্যেকের কাছে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ছাত্র আন্দোলনে আহত ১৪৬৯ জনকে ইতোপূর্বে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

Facebook Comments Box

Posted ৯:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(949 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins