(রাজশাহী)প্রতিনিধিঃ | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ | প্রিন্ট
রাজশাহীর তানোরে আসন্ন কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনের বিজয় নিশ্চিত করতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ ও বাড়ি বাড়ি ভোট প্রার্থনার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করে চলেছেন। জানা গেছে, ৮ নভেম্বর সোমবার ইউপির হিরানন্দপুর, আজিজপুর ও অমৃতপুর গ্রামে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা, কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ সময় উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগ সভাপতি ও নৌকার প্রার্থী মাইনুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, নুরুল ইসলাম, রোকনুজ্জামান রতন, টিপু, তানভির রেজা ও মোর্শেদুল মোমেনিন রিয়াদ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা এবং কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিকে উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকগণ নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে প্রতিজ্ঞা করেন।
Posted ১:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।